• Bengali Word গমি, গমী English definition [গোমি] (বিশেষ্য) ১ দুঃখ; নিরানন্দ বা বিষণ্ন অবস্থা (নিতান্ত গমিতে থেকেও গুরুদাসকে স্নানযাত্রায় যাবার আয়োজন করতে হয়-কালীপসন্ন সিংহ)। ২ শোক; ক্ষোভ (মোর বড় গমি হচ্ছে-প্যারীচাঁদ মিত্র ( টেকচাঁদ ঠাকুর))। {(আরবি) গম + (বাংলা) ই, ঈ}
    • Bengali Word গমিষ্ট English definition [গোমিশ্‌টো] (বিশেষ্য) ঘৃণিত; নোংরা (গমিস্ট খারিজি তাকে পুরিল সন্ধান-হেয়াত মাহমুদ)। {(আরবি) গম+(তৎসম বা সংস্কৃত শব্দ) ইষ্ঠ}
    • Bengali Word জিগমিষা English definition [জিগোমিশা] (বিশেষ্য) গমনের ইচ্ছা। জিগমিষু (বিশেষণ) গমনেচ্ছু; গমনোৎসুক। {(তৎসম বা সংস্কৃত) √গম্‌+স(সন্‌)+অ+আ(টাপ্‌)}