• Bengali Word গবেষণা, গবেষণ English definition [গবেশোনা, গবেশন্‌] (বিশেষ্য) তত্ত্বাদির বিশেষ অনুসন্ধান; তত্বান্বেষণ; research (বিজ্ঞানীরা যে উপায়ে তাঁহাদের অনুসন্ধান পরিচালনা করেন তাহাকে গবেষণা বলা হয়-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। গবেষিত ( বিশেষণ) তত্ত্বানুসন্ধান বা গবেষণা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+এষণা; √গবেষ্‌+অন (ল্যুট/যুচ্‌)}