• Bengali Word গবুচন্দ্র, গোবুচন্দ্র, গবচন্দ্র English definition [গোবুচন্‌দ্রো, গোবুচন্দ্র, গবচন্দ্র] (বিশেষ্য) ১ গল্পবর্ণিত হবুচন্দ্র রাজার মূর্খ মন্ত্রী (হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী)। □বিণ ১ আকাট মূর্খ। ২ গরুর ন্যায় বুদ্ধিহীন বা বোধশক্তিতে ক্ষীণ; ষাঁড়ের মতো বিচারবুদ্ধিহীন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+চন্দ্র>; আবেস্ত ভাষায় ‘গব’ শব্দের অর্থ ষাঁড়}