• Bengali Word গবা, গবেট English definition [গবা, গবেট্‌] (বিশেষণ) ১ নির্বোধ; বোকা; হাঁদা; স্থূলবুদ্ধি। (আমাকে বুঝি একেবারে একটা গবেট মনে করেছে- আবুল ফজল)। ২ ‍নিরেট মূর্খ। ৩ হাবা; অল্পবুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+(বাংলা) আ, +ট; আবেস্তা. গর (অর্থ ষাঁড়)}
    • Bengali Word গবাক্ষ English definition [গবাক্‌খো] (বিশেষ্য) ১ ঘুলঘুলি; বায়ু চলাচলের ক্ষুদ্র পথ। ২ জানালা (কোনও মুদ্রা যন্ত্রালয়ের গবাক্ষের নিকট দিয়া .... -ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ অক্ষি; ৬ (তৎপুরুষ সমাস)}
    • Bengali Word গবাদি English definition [গবাদি] (বিশেষণ) গরু এবং গরুর মতো গৃহপালিত পশু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+আদি; (বহুব্রীহি সমাস)}