• Bengali Word গন্ধ English definition [গন্‌ধো] (বিশেষ্য) ১ বাস; সুবাস বা দুর্গদ্ধ; নাসিকা দ্বারা অনুভূত পদার্থের গুণ (ফুলের গন্ধ)। ২ ঘ্রাণ (গন্ধ নেওয়া)। ৩ সুগদ্ধদ্রব্য (গন্ধ মাখা)। ৪ সামান্যতম; অতি সামান্য; লেশমাত্র (নাম গন্ধও নেই)। ৬ আঁচ (বিপদের গন্ধ)। গন্ধকাষ্ঠ (বিশেষণ) সুগদ্ধ কাঠ; চন্দনকাঠ। ২ কালাগুরু; কৃষ্ণচন্দন। গন্ধ গোকুল, গন্ধ গোকুলা (বিশেষ্য) বেজি বা নকুল জাতীয় জন্তুবিশেষ; একজাতীয় খাটাশ। গন্ধ তৈল (বিশেষ্য) সুবাসিত তেল। গন্ধদ্রব্য (বিশেষ্য) ১ সুগন্ধযুক্ত দ্রব্য। ২ নাগকেশর। গন্ধ পুষ্প ( বিশেষ্য) ১ সুগন্ধ ফুল। ২ সচন্দন ফুল। গন্ধ বণিক (বিশেষ্য) ১ গন্ধদ্রব্যের ব্যবসা করে যারা; গন্ধদ্রব্য ব্যবসায়ী। ২ মসলা-ব্যবসায়ী; গন্ধবেনে। ৩ হিন্দু জাতিবিশেষ। গন্ধবহ, গন্ধবাহ (বিশেষ্য) বায়ু; বাতাস (সুগন্ধ গন্ধবাহের মন্দ মন্দ সঞ্চার দ্বারা পরম রমণীয় হইয়া আছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। গন্ধ ভাদাল, গন্ধ ভাদুলি (বিশেষ্য) এক জাতীয় লতা; গাঁধাল। গন্ধ মাদন (বিশেষ্য) রামায়ণোক্ত পর্বতবিশেষ। গন্ধমূষিক (বিশেষ্য) ছুঁচা; ছুছুন্দর। গন্ধমৃগ (বিশেষ্য) কন্তুরী- মৃগ; মৃগবিশেষ। গন্ধরাজ (বিশেষ্য) সুগন্ধ সাদা ফুলবিশেষ। গন্ধশালী (বিশেষ্য) এক প্রকার ধান (ক্ষেত্রে গন্ধশালী জন্মায়-রাহুল সাংকৃত্যায়ন)। গন্ধে গন্ধে ( ক্রিয়াবিশেষণ) সূত্র অনুসরণ করে; সূত্র দ্বারা অবস্থান নির্ণয় করে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গন্ধ্‌+অ(অচ্‌)}