• Bengali Word গনা, গোনা, গণা English definition [গোনা, গোনা, গনা] (ক্রিয়া) ১ সংখ্যা স্থির করা; গণনা করা। ২ গণ্য করা; গ্রাহ্য করা; মানুষ বলে গণ্য করা (বেতের কাঁটাবন কঠিন নরম কেই বা তা গণে-(জসীমউদ্‌দীন))। ৩ অনুমান করা; আঁচ করা; ধারণা করা (বিপদ গনা)। □ (বিশেষ্য) ১ গণন। ২ গণ্যকরণ। ৩ অনুমান; বোধকরণ। □ (বিশেষণ) ১ গণিত (গনা ফল)। ২ ঠিক ঠিক; পূর্ণ; সম্পূর্ণ; পুরাপুরি (গনা দশ বছর)। গনা গনতি, গনা গুনতি, গনা গাঁথা (বিশেষণ) একদম ঠিক; একেবারে ঠিক বা বেশি নয় এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌+(বাংলা) আ>}
    • Bengali Word গনাগোষ্ঠী English definition [গোনাগোশ্‌ঠি/গনাগোষ্ঠী] (বিশেষ্য) গোষ্ঠীবর্গ; সমস্ত আত্মীয়স্বজন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) Öগণ্‌+আ(গণনা করা যায় যাদের তাদের সকলকেই)+ (তৎসম বা সংস্কৃত শব্দ) গোষ্ঠী}
    • Bengali Word গনানো, গণানো English definition [গনানো] (ক্রিয়া) ১ অন্যের দ্বারা গণনা করানো। ২ গনৎকার দ্বারা শুভাশুভ স্থির করানো। □ ( বিশেষ্য), (বিশেষণ) উক্ত উভয় অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌+(বাংলা) আনো}