• Bengali Word গদগদ, গদ্‌গদ English definition [গদোগদো, গদ্‌গদো] (অব্যয়) অব্যক্ত কণ্ঠধ্বনিবাচক। □ (বিশেষ্য) ভাবের প্রাবল্যজনিত অব্যক্ত কণ্ঠস্বর। □ (বিশেষণ) ১ আবেগে বিভোর বা বিহ্বল (গদগদ চিত্ত)। ২ আবেগের আতিশয্যে রুদ্ধ বা জড়িত (গদগদ কণ্ঠবচন বা ভাষা)। গদগদকণ্ঠ (বিশেষণ) ভাবের বা আবেগের প্রাবল্যে জড়িত কণ্ঠ। গদগদ বচন (বিশেষণ) শোক অভিমান ক্রোধ ইত্যাদি হেতু অস্ফুট বাক। {ধ্বন্যাত্মক}