• Bengali Word গতি English definition [গোতি] (বিশেষ্য) ১ গমন। ২ বেগ; চলন (দ্রুতগতি)। ৩ উপায় (অন্যগতি নাই)। ৪ সহায়; আশ্রয় (আল্লাহর রহমই আমার গতি)। ৫ পরিণাম; শেষ অবস্থা; মৃত্যুর পরবর্তী অবস্থা (স্বর্গ-গতি)। ৬ উদ্ধারের উপায়; ত্রাণের পথ (বিপন্নের কোনো গতি করতেই হবে)। ৭ অন্ত্যেষ্টিক্রিয়া; সৎকার; শবসৎকার (মড়ার গতি করা)। ৮ গন্তব্যস্থল (জীবনের গতির সমাপ্তি মৃত্যু)। ৯ অবস্থা; দশা (সুগতি, দুর্গতি)। ১০ ধরন-ধারন; হাবভাব; চালচলন; গতিক (আকাশের গতি ভালো নয়)। গতি দায়িনী ( বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) মোক্ষদাত্রী; মুক্তিদানকারিণী। গতিদীর্ণ (বিশেষণ) লোকের যাতায়াতের ফলে ভাঙা ও ফাটা (রেশমি রুমাল উড়ে গতিদীর্ণ পথে-সাহ)। গতি পরিপন্থী (বিশেষ্য) গতির পরিপন্থী; অন্তরায়; বাধা (উভয় সঙ্কট স্বভাবতই গতিপরিপন্থী- সুধীন্দ্রনাথ দত্ত)। গতি বিজ্ঞান, গতিবিদ্যা (বিশেষ্য) গতি বা বেগবিষয়ক বিজ্ঞান বা শাস্ত্র; kinetics; dynamics। গতিভঙ্গ (বিশেষ্য) ১ চলতে চলতে বাধাপ্রাপ্ত হয়ে থেমে যাওয়া বা থেমে দাঁড়ানো; গতিকার্যে প্রতিবন্ধক; গতির বিঘ্ন। ২ অর্ধপথে বিরতি বা বিরাম। গতিরোধ (বিশেষ্য) ১ পথরোধ। ২ গমনে প্রতিবন্ধক; যাত্রায় বিঘ্ন। গতিশক্তি (বিশেষ্য) ১ চলনশক্তি। ২ চলনজনিত শক্তি (কোন বস্তুর গতির ফলে যে শক্তি সৃষ্টি হয় তাহাকে গতিশক্তি বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌+তি(ক্তি)}