• Bengali Word গত English definition [গতো] (বিশেষণ) ১ চলে গেছে এমন; শেষ। ২ বিগত; পূর্বে সংঘটিত; অতীত। ৩ বর্তমানকালের পূর্ববর্তী; অব্যবহিত পূর্ববর্তী (গত বৎসর)। ৪ মৃত (তিনি গত হয়েছেন)। ৫ অধিগত; লব্ধ; প্রাপ্ত (পুঁথিগত বিদ্যা)। ৬ নিহিত; নিবেশিত; স্থপিত (বংশগত, রক্তগত)। ৭ অনুযায়ী; অনুমত; সম্মত (প্রথাগত)। গতকল্য (বিশেষ্য) আজকের অব্যবহিত পূর্বদিন। গতক্লম (বিশেষণ) ক্লান্তি দূর হয়েছে এরূপ; উপশমিত শ্রান্তি; অপগত ক্লান্তি (বিগতক্লম ব্যক্তি)। গতচেতন (বিশেষণ) চেতনাহীন; চেতন নাই এমন; সংজ্ঞাহীন; হতচৈতন্য। গতচেতনা (বিশেষণ ) (স্ত্রীলিঙ্গ) (সীতাও শ্রবণমাত্র গতচেতনা হইয়া .... ভূতলশায়িনী হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। গতজীব, গতজীবন, গতপ্রাণ (বিশেষণ) প্রাণহীন; মৃত; বিগতপ্রাণ (হেরি গতজীব শিশু, বিবশা বিষাদে-মাইকেল মধুসূদন দত্ত)। গতনিদ্র (বিশেষণ) ১ ঘুমহীন; নিদ্রাহীন। ২ ঘুম ভেঙে উঠেছে এমন। গত প্রায় (বিশেষণ) প্রায় চলে গেছে বা শীঘ্রই চলে যাবে এরূপ। গতবল (বিশেষণ) বলহীন; হৃতশক্তি (এতদিনে গতবল দেবি-মাইকেল মধুসূদন দত্ত)। গতবুদ্ধি (বিশেষণ) ১ ব্যথা দূর হয়েছে এমন (বিগতব্যথ ব্যক্তি)। ২ ব্যথাশূন্য; বেদনাশূন্য। গতভাষ (বিশেষণ) বাক্যহারা বা বাক্‌শক্তিরহিত (অকস্মাৎ হেরিলাম মূর্তি তার ক্লান্ত গতভাষ-বিষ্ণু দে)। গতভূষণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আভরণহীনা; ভূষণহীনা; হৃতালংকারা (গতভূষণা ইন্দ্রাণী-রবীন্দ্রনাথ ঠাকুর)। গতযৌবন (বিশেষণ) ১ যৌবনোত্তীর্ণ; বিগত যৌবন। ২ প্রৌঢ় বা বৃদ্ধ। ৩ লুপ্ত যৌবন। গতযৌবনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (গতযৌবনা ক্ষীরোদা-রবীন্দ্রনাথ ঠাকুর)। গতশোক (বিশেষণ) শোকশূন্য; শোকোত্তীর্ণ। গতশোচনা (বিশেষ্য) অতীত বিষয়ের জন্য অনুতাপ; কৃতকর্মের জন্য খেদ। গতসঙ্গ (বিশেষণ) আসক্তিহীন; নিরাসক্ত। গতস্পৃহ বিন বীতরাগ; কামনাশূন্য; নিষ্কাম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌+ত(ক্ত)}