• Bengali Word গণ English definition [গন্‌, সমাসবদ্ধ পদে পূর্বপদ হলে উচ্চারণ ‘গনো’] (বিশেষ্য) ১ সমূহ; সমষ্টি। ২ বহুবচনবাচক শব্দ (কৃষকগণ, লোকগণ)। ৩ বর্গ; শ্রেণি। ৪ দল। ৫ জনসাধারণ (গণ-আন্দোলন)। ৬ গোষ্ঠী; বর্গ। ৭ (জ্যোশা) নক্ষত্র অনুসারে জাতকের প্রকৃতিভেদ (দেবগণ, রাক্ষসগণ, নরগণ)। ৮ (ব্যাকরণ) ধাতুসমূহ (হ-আদি গণ, খা-আদি গণ)। গণগণক (বিশেষ্য) গোষ্ঠীর গণনাকারী (আমি আয়ুষ্মান গণ-গণকের কাছে জানতে চাই, আজকের অধিবেশনে কতজন সদস্য উপস্থিত আছেন-রাহুল সাংকৃত্যায়ন)। গণ-টোকাটুকি (বিশেষ্য) পরীক্ষাকক্ষে পরীক্ষার্থীগণ কর্তৃক ব্যাপক হারে অসদুপায় অবলম্বন করা বা নকল করা। গণতন্ত্র (বিশেষ্য) ১ জনসাধারণ কর্তৃক রাজ্য বা দেশ পরিচালনার আদর্শ; democracy। ২ অনুরূপ উপায়ে শাসিত রাষ্ট্র; সাধারণতন্ত্র; republic। গণতন্ত্রী, গণতান্ত্রিক (বিশেষণ) গণতন্ত্রের নীতি অনুসরণকারী; গণতন্ত্রমূলক। গণদেব (বিশেষ্য) ১ হিন্দু দেবতা গণেশ। ২ হিন্দুমতে গণশক্তির দেবতা। ৩ জনগণ; জনশক্তি। গণনায়ক (বিশেষ্য) জনগণের নেতা। গণপতি, গণনাথ (বিশেষ্য) ১ হিন্দু দেবতা গণেশ। ২ হিন্দু দেবতা শিব। ৩ দলপতি। গণপিটুনি (বিশেষ্য) পাইকারি প্রহার; সকলের এলোপাতাড়ি প্রহার (চোর পকেট মারতে গিয়ে গণপিটুনিতে প্রাণ হারালো)। গণবাহিনী (বিশেষ্য) জনগণ বা জনতা কর্তৃক গঠিত বাহিনী; people’s army। গণশক্তি (বিশেষ্য) সম্মিলিত প্রজাপুঞ্জ বা জনসাধারণ অথবা তাদের সম্মিলিত শক্তি। গণ-সন্নিপাত (বিশেষ্য) সাধারণ সভা; সাধারণের অধিবেশন (একদিন সংস্থাগারে গণ-সন্নিপাত হলো -রাহুল সাংকৃত্যায়ন)। গণ-সমজ্বা (বিশেষ্য) মহোৎসব; সাধারণ উৎসব (অল্পদিন আগে গণ সমজ্বা উপলক্ষে বৈশালীতে গিয়েছিলাম-রাহুল সাংকৃত্যায়ন )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌+অ(অচ্‌)}