• Bengali Word গঞ্জন English definition [গন্‌জন্‌] (বিশেষ্য) ১ তিরস্কার করা; গালিবর্ষণ। ২ লাঞ্ছিতকরণ। □ (বিশেষণ) তুচ্চকর; লাঞ্ছনাকর (খঞ্জন-গঞ্জন)। গঞ্জনা (বিশেষ্য) ১ তিরস্কার; কটুক্তি। ২ খোঁটা। ৩ লাঞ্ছনা। গঞ্জিত (বিশেষণ) লাঞ্ছনাকারী; তুচ্ছকারী; লাঞ্ছিত; তিরস্কৃত (বীণাগঞ্জিত মঞ্জুভাষিণী -রবীন্দ্রনাথ ঠাকুর)। গঞ্জিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) তুচ্ছকারিণী (রোহিণী-গঞ্জিনী বধূ- মদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গঞ্জি+অন(ল্যুট্‌)}