• Bengali Word গজল, গযল English definition [গজল্‌/গজোল] (বিশেষ্য) ১ সঙ্গীতের সুর-বিশেষ। ২ কবিতাবিশেষ; প্রণয়গীতি (শোনায়ো না নীতিকথা, শোনাও খুশীর গজল- নই; সূফীদের গযল কবিতাকে প্রভাবিত করে-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ৩ ধর্মসঙ্গীত। {(আরবি) গজল}