• Bengali Word গজব, গযব English definition [গজোব্‌] (বিশেষ্য) ১ আল্লাহ প্রদত্ত শাস্তি (গজব পড়ল বলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ জুলুম; অত্যাচার। ৩ প্রচণ্ড ক্রোধ (গজব করিলা তুমি আজব কথায়-ভারতচন্দ্র রায়গুণাকর; আমি একা বেঁচে আছি গজব খোদার-আহসান হাবীব)। {(আরবি) গদব}