• Bengali Word খড়ি, খড়ী English definition [খোড়ি] (বিশেষ্য) ১ সাদা মাটিবিশেষ; chalk (খড়ির বাঁধা শাদা তার সঙ্গে মিশলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ তিলকমাটি। ৩ অঙ্ক; গণনা। ৪ জ্বালানি কাঠ; শুষ্ক কাঠ; কুটা (খড়ি কুড়াও সোনার মেয়ে-(জসীমউদ্‌দীন) )। ৫ খুসকি; শরীরের সাদা মরা মাস; তেল পানি না দেওয়ার ফলে শরীরের চামড়া শুষ্ক হয় এবং তাতে আঁচড় লাগলে খড়ি বা সাদা ধুলার মতো যে চামড়া ঝরে পড়ে তা (চক্ষেতে হইলে কানা গায়ে ওড়ে খড়ি-ফকির গরীবুল্লাহ)। ৬ চিহ্ন; দাগ; খড়ির আঁক। ৭ নৈপুণ্য; শিল্পচাতুর্য। ৮ উপদেশ; পরামর্শ। ৯ কার্য; কর্ম। খড়ি ওঠা, খড়ি ওড়া (ক্রিয়া) খড়ির ন্যায় সাদা শুষ্ক চামড়া ওঠা; সাদা মরা মাস ওটা; খুসকি ওঠা। খড়ি করা (ক্রিয়া) অঙ্ক কষা। খড়ি পাতা (ক্রিয়া) মাটিতে খড়ির আঁক কেটে অদৃশ্য ও অজ্ঞাত ঘটনা বলা (মন্ত্র পড়ি খড়ি পাতি গনিয়া গণনে-মাইকেল মধুসূদন দত্ত)। খড়িমাটি (বিশেষ্য) ফুল খড়ি বা চক খড়ি; chalk। খড়ে, খড়িয়া (বিশেষণ) ১ খড়ির মতো। ২ সাদা; ফ্যাকাশে। হাতেখড়ি (বিশেষ্য) শিশুদের বিদ্যা শুরু করার অনুষ্ঠান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খটিকা>; (তুলনীয়) (হিন্দী) খড়ী}
    • Bengali Word খড়িকা English definition [খোড়িকা] (বিশেষ্য) ১ চিকন কাঠি (সাত সরোবরে সাঁতার কাটে, স্বর্ণ খড়িকার বাসায় ঘুম যায়-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ দাঁত পরিষ্কার করার সরু কাঠি; toothpick। ৩ উলুখড়ের কঠিন অংশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খটিকা, খড়ি+ক(কন্‌)+আ(টাপ্‌)}
    • Bengali Word খড়খড়ি English definition (বিশেষ্য) দরজা-জানালার ফাঁকযুক্ত কপাটবিশেষ,ঝিলমিল; venetian blind। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়ক্কী>}