• Bengali Word খ্যাংরা, খেংরা, খাঙ্গরা English definition [খ্যাঙ্‌রা, খেংরা, খাঙ্‌গ্‌রা] (বিশেষ্য) ঝাঁটা; সম্মার্জনী। খ্যাংরামুখী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) মুখ দ্বারা ঝাঁটা মারার কার্য সম্পাদিত হয় এমন; দুর্মুখ (আছে গাঁয়ের মোক্ষদা সে খ্যাংরামুখী বুড়ী-( জসীমউদ্‌দীন))। খ্যাংরা মুখো (পুংলিঙ্গ)। মুড়ো খ্যাংরা (বিশেষ্য) ভগ্ন শলাকা যুক্ত তীক্ষ্ণধার সম্মার্জনী বা ঝাঁটা। {আঞ্চলিক}