• Bengali Word খোয়া ১, খুয়া English definition [খোয়া, খুয়া] (বিশেষ্য) ১ ক্ষয়; ব্যয়; নাশ। ২ হারানো। খোয়ানো, খুয়ানো (ক্রিয়া) হারিয়ে নষ্ট করা (জাত খোয়ানো)। খোয়নে (বিশেষণ) হারিয়ে ফেলেছে বা নষ্ট করে ফেলেছে এমন। খোয়ানি (স্ত্রীলিঙ্গ)। খোয় যাওয়া (ক্রিয়া) ১ হারিয়ে নিখোঁজ হওয়া; অদৃশ্য হওয়া। ২ হানি হওয়া; নাশ হওয়া; ক্ষয় হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষয়>}
    • Bengali Word খোয়া ২ English definition [খোয়া] (বিশেষ্য) ইটের ভাঙা টুকরা (রাঙা রাঙা খোয়ার রাশি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষয়}
    • Bengali Word খোয়া ৩ English definition [খোয়া] গাঢ় শক্ত ক্ষীর (খোয়া ক্ষীর)। ৩ আখের ছিবড়া। খোয় ক্ষীর (বিশেষ্য) গাঢ় শক্ত শুষ্ক ক্ষীর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষীর}