• Bengali Word খোলা ১ English definition [খোলা] (বিশেষ্য) ১ টালি; খাপরা (খোলার ঘর)। ২ ভাজিবার পাত্র (পিঠার খোলা)। ৩ খোসা; ছিলকা; চোকলা (কলার খোলা)। ৪ শক্ত আবরণ বা আধার (ডিমের খোলা)। ৫ কলাগাছ বা ঐ জাতীয় অন্য গাছের বাকল (সুপারির খোলা)। ৬ ক্ষেত; কর্ষণভূমি (ওপারেতে ধানের খোলা এপারেতে হাট-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৭ আখের রস জ্বাল দিবার পাত্র বিশেষ (আখের ক্ষেতের ধারেই ..... খোলা বসারে-খগেন্দ্রনাথ মিত্র)। ৮ স্থান (রথখোলা, ধোপাখোলা)। ৯ ভিক্ষাপাত্র; খর্পর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খোলক> (প্রাকৃত) খোলস>}
    • Bengali Word খোলা ২, খুলা English definition [খোলা, খুলা] (ক্রিয়া) ১ মুক্ত বা উন্মুক্ত করা (দরজা খোলা)। ২ প্রতিষ্ঠা করা (ছত্র খোলা)। ৩ বাঁধন ছাড়ানো; যাত্রার জন্য বন্ধন মোচন করা (নৌকা খোলা)। ৪ পুনরায় কাজ আরম্ভ করা (আপিস খোলা)। ৫ গজানো; বিকশিত করা; উন্মীলন করা (ফুল ফোটে পাতা খোলে- অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৬ ছাড়া; মোচন করা (ভিজা কাপড় খোলা)। ৭ অবিন্যস্ত করা; শিথিল করা বা মুক্ত করা (চুল খোলা)। ৮ অবারিত করা; উদ্‌ঘাটন করা (মন খোলা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) ১ সরল; অকপট (খোলা মন)। ২ অবাধ; অবারিত (খোলা হাওয়া)। খোলা খুলি (বিশেষণ) অকপট; স্পষ্ট। □ (ক্রিয়াবিশেষণ) অকপটে; প্রকাশ্যভাবে (খোলাখুলি বলা)। খোলা খুলি কথা (বিশেষ্য) স্পষ্ট কথা; সরল কথা। খোলা চুল (বিশেষ্য) মুক্তকেশ। খোলা তালাক (বিশেষ্য) যে তালাক স্ত্রীর ইচ্ছায় সাধারণত অর্থের বিনিময়ে দেওয়া হয়। খোলা দলিল (বিশেষ্য) ১ প্রত্যক্ষ বা স্পষ্ট প্রমাণ (তার খোলা দলিল তো আজকের দিনে সকলের চোখের সুমুখেই পড়ে রয়েছে-প্রথম চৌধুরী)। ২ রেজিস্ট্রি হয়নি এমন দলিল। খোলা ভাঁটি (বিশেষ্য) অবাধ মদ চোয়ানোর কারখানা। খোলা হাতে খরচ করা (বিশেষ্য) অমিতব্যয়ীর ন্যায় বা উদারভাবে খরচ করা। মন খোলা প্রাণ খোলা (বিশেষণ) (ক্রিয়া) অকপট; অকপটভাবে মনের ভাব প্রকাশ করা। মুখ খোলা (ক্রিয়া) বলতে শুরু করা; গোপন কথা প্রকাশ করা। {(আরবি) তালাক খুল’আ}
    • Bengali Word খোলামকুচি English definition [খোলাম্‌কুচি] (বিশেষ্য) ১ মাটির হাঁড়িকলসি প্রভৃতির ভাঙা টুকরা। ২ (আলঙ্কারিক) সাধারণ বা তুচ্ছ মূল্যহীন জিনিস; অকিঞ্চিৎকর বস্তু (টাকাতো নয় খোলামকুচি)। {খোলাম +কুচি; (তৎসম বা সংস্কৃত শব্দ) খোলক> (প্রাকৃত) খোলতা> (বাংলা) খোলা> (বাংলা) খোলাম; (তৎসম বা সংস্কৃত শব্দ) কুর্চ, কুর্চিকা> (প্রাকৃত) কুচ্চ, কুচ্চিয়া>+কুচিআ> (বাংলা) কুচি}