• Bengali Word খোলসা, খোলাসা, খুলাসা English definition [খোলোসা, খোলাসা, খুলাসা] (বিশেষণ) ১ স্পষ্ট; বিশদ; পরিস্ফুট (কথাটাকে খোলসা করা যাক-খানবাহাদুর আবদুল হাকিম)। ২ পষ্টাপষ্টি; খোলাখুলি (আরও লোকে জানিবারে চাহিত খুলাসা-ময়মনসিংহ গীতিকা)। ৩ অবারিত; উন্মুক্ত; খোলা (নিজের কলঙ্কের দিকটা দেখাবার খোলসা দরজা ফেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অকপট; অমায়িক; সরল; সাদা (খোলসা দিল)। ৫ খালি; শূন্য; উজাড়। ৬ ভারমুক্ত (মনকে বুঝিয়ে খোলসা হতে চায়-কেদারনাথ মজুমদার)। ৭ পরিস্কার। ৮ সমুদয়; আগাগোড়া; আনুপূর্বিক (খোলাসা পড়-দীনবন্ধু মিত্র)। □ (বিশেষ্য) ১ অব্যাহতি; রেহাই; মুক্তি (খুনীরে যে দেয় খোলসা, আইন গড়ে রাতারাতি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সারমর্ম; সংক্ষিপ্তসার। দিল খোলসা (বিশেষণ) প্রাণখোলা; অকপট; খোলাখুলি। {(আরবি) খুলাসাহ}