• Bengali Word খোরাক English definition [খোরাক্‌] (বিশেষ্য) ১ খাদ্য; আহার্য। ২ (আলঙ্কারিক) ভোগ (সবার খোরাক জোগায়ে নেহারি উপবাসী মোরই মন-(কাজী নজরুল ইসলাম); দেহের খোরাক আর মনের খোরাক এক নয়)। ৩ নির্দিষ্ট আহার্য; diet (পুরুষের খোরাকে আমিষ পর্যন্ত ভালই চলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ খাওয়ার পরিমাণ (খোরাক না বাড়ালে চলবে কী করে?)। খোরাকি, খোরকী (বিশেষ্য) ১ আহার্য বা ভরণপোষণের ব্যয় (এক বছরের খোরকীর জন্য বিশ মন ধান-মীর মশাররফ হোসেন)। ২ খাইখরচ; খোরাকের জন্য প্রয়োজনীয় অর্থ (মায় খোরাকি তিন তঙ্কা পাইবা-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। {(ফারসি) খুরাক}