• Bengali Word খোতবা, খুতবা, খোতোবা (বিরল) English definition [খোত্‌বা, খুতবা, খোতোবা] (বিশেষ্য) জুমার নামাজের আগে বা ঈদের নামাজের পরে ইমাম-প্রদত্ত অভিভাষণ-এতে ধর্মের বিধিনিষিধ আলোচনা ও মুসলমান খলিফার প্রতি আনুগত্য জ্ঞাপনের রেওয়াজ আছে (জত নরগন মিলি খোতোবা সুনিল-সৈয়দ সুলতান; কোথায় ঈমান? কোন সে খোতবা পড়িবে আজিকে ঈদে? -(কাজী নজরুল ইসলাম))। {(আরবি) খুতবাহ্‌}