• Bengali Word খোঁড়ানো ১, খুঁড়ানো ১ English definition [খোঁড়ানো, খুঁড়ানো] (ক্রিয়া) ১ অন্যের দ্বারা খনন করানো। □ ( বিশেষ্য) অপরের দ্বারা খনন কার্য সম্পাদন। □ (বিশেষণ) খনন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্‌>; (তৎসম বা সংস্কৃত শব্দ) খোড> (প্রাকৃত) খোডউ; খোঁড়া১+আনো}
    • Bengali Word খোঁড়ানো ২, খুঁড়ানো ২ English definition [খোঁড়ানো, খুঁড়ানো] (ক্রিয়া) খোঁড়ার মতো হাঁটা; খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা। □ (বিশেষ্য) খোঁড়ার মতো গমন। খুঁড়িয়ে বড়ো (ক্রিয়া) ১ পায়ের আঙুলের উপর ভর দিয়ে উঁচু হওয়া; ডিঙি মেরে উঁচু হওয়া। ২ প্রকৃতপক্ষে বড়ো নয় কিন্তু ছলে বলে কৌশলে নিজেকে বড়ো বলে প্রতিপন্ন করা; কষ্টেসৃষ্টে কোনোমতে নিজেকে বড়ো হিসেবে চালানো। {খোঁড়া২+আনো; খুঁড়+আনো}