• Bengali Word খোঁড়া ১, খুঁড়া ১ (বিরল) English definition [খোঁড়া, খুঁড়া] (ক্রিয়া) ১ খনন করা (মাটি খোঁড়া)। ২ ঠোকা; কোটা (মাথা খোঁড়া)। ৩ কুনজর দেওয়া (বাছাকে খুঁড়েছে)। ৪ প্রশংসাচ্ছলে কারো নিন্দা করা; মুখ লাগানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্‌; (তৎসম বা সংস্কৃত শব্দ) √খুড়্‌>খোড্‌ড>খোঁড়া}
    • Bengali Word খোঁড়া ২, খুঁড়া ২ English definition [খোঁড়া, খুঁড়া] (বিশেষণ) খঞ্জ; পঙ্গু; যার পা ভাঙা বা বিকল (পদ বিনে রহে খোঁড়া পড়ি যথা তথা -সৈয়দ আলাওল)। খুঁড়ি (স্ত্রীলিঙ্গ)। খোঁড়ার পা খানায় পড়ে-১ বিপন্নের উপরই আরো বিপদ এসে পড়ে। ২ বিপন্নের অধিকত বিড়ম্বনা সম্বন্ধে সহানুভূতিসূচক উক্তি। খোঁড়া হওয়া (বিশেষ্য) ১ চলার বা হাঁটার ক্ষমতা না থাকা। ২ যানবাহনের অভাবে অচল হওয়া। ঘোড়া দেখে খোঁড়া হওয়া (বিশেষ্য) ১ যানবাহন দেখে হাঁটতে অনিচ্ছা প্রকাশ। ২ অন্যকে দেখে কাজ করতে অনিচ্ছা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খঞ্জ>; খোঁড়া; খুঁড়+আ}
    • Bengali Word খোঁড়ানো ১, খুঁড়ানো ১ English definition [খোঁড়ানো, খুঁড়ানো] (ক্রিয়া) ১ অন্যের দ্বারা খনন করানো। □ ( বিশেষ্য) অপরের দ্বারা খনন কার্য সম্পাদন। □ (বিশেষণ) খনন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্‌>; (তৎসম বা সংস্কৃত শব্দ) খোড> (প্রাকৃত) খোডউ; খোঁড়া১+আনো}