• Bengali Word খেয়ানত, খিয়ানত English definition [খেয়ানত্‌, খিয়ানত] (বিশেষ্য) ১ ক্ষতি; বিশ্বাসঘাতকতা; নাশ (করেনি সে খেয়ানত-ফররুখ আহমদ)। ২ গচ্ছিত দ্রব্য আত্মসাৎ। ৩ তহবিল তসরূপ। ৪ বিশ্বাসভঙ্গ। ৫ অসাধুতা {(আরবি) খিয়ানত}