• Bengali Word খেয়া English definition [খেয়া] ১ নৌকাদি দ্বারা নদী পারাপার। ২ নদী পারাপারের নৌকা; গুদারা। খেয়া কড়ি (বিশেষ্য) নদী পার হওয়ার জন্য দেয় মাশুল বা অর্থাদি। খেয়াঘাট (বিশেষ্য) যে স্থান থেকে নৌকাযোগে নদী পারাপার হওয়া যায়; পারঘাট (প্রভু নি দেখিছ খেয়া ঘাটে-বিজয় গুপ্ত)। খেয়া দেওয়া (ক্রিয়া) খেয়া নৌকায় পারাপার করা। খেয়া নৌকা, খেয়াতরী (বিশেষ্য) নদী পারাপার করার নৌকা; ferryboat। খেয়াপার (বিশেষ্য) নৌকাযোগে নদীর এক পার থেকে অন্য পারে গমন। খেয়ামাঝি (বিশেষ্য) যে মাঝি খেয়ানৌকা চালায়। খেয়ারি, খেয়ারী (বিশেষ্য) যে মাঝি নদী পারাপার করে; ferryman। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেপ>, (প্রাকৃত) খেঅ>}