• Bengali Word খেসারত, খিসারত English definition [খেসারত্‌, খিসারত] (বিশেষ্য) ক্ষতিপূরণ; damage (ঘাড়ে ধরে খেসারত আদায় করে আমাকে পাইয়ে দেবেন- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। খেসারতি (বিশেষ্য) ১ ক্ষতিপূরণের অর্থাদি (কিন্তু চলাফেরা করলে আমাকে খেসারতি দিতে হবে অনেক অনেক বেশি-সৈয়দ মুজতবা আলী)। ২ ক্ষতিপূরণের মোকদ্দমা। {(আরবি) খসারাহ}