• Bengali Word খেলাপ, খেলাফ, খিলাফ English definition [খেলাপ্‌, খেলাফ্‌, খিলাফ্‌] (বিশেষ্য) ১ অন্যরূপ আচরণ; বৈপরীত্য (শরিয়তের আজ খেলাফ করে .....-(কাজী নজরুল ইসলাম))। ২ নড়চড়; ব্যতিক্রম; ব্যত্যয়; অন্যথা (সেসব ওয়াদা খেলাপ করিবি জানিলেরে পয়মাল-আবু ইসহাক)। □ (বিশেষণ) ১ বিপরীত; প্রতিকূল (আপনের খেলাফে আমার সাক্ষী দেওয়া লাগবে -আবুল মনসুর আহমদ)। ২ মিথ্যা; false (খেলাফ এজাহার)। {(আরবি) খিলাফ}
    • Bengali Word বরখেলাপ, বরখেলাফ, বরখিলাফ English definition [বর্‌খেলাপ্‌, বর্‌খেলাফ্‌, বরখিলাফ্‌] (বিশেষ্য) ১ অন্যথা; ব্যতিক্রম; প্রতিকূল আচরণ (হুকুমের বরখেলাফ; এই পাপ হাদিসের বরখেলাপ-সরদার জয়েনউদ্দীন)। ২ পূর্বাপর বিরুদ্ধ (কথার বরখেলাপ করা)। {(ফারসি) বর+খিলাফ}