• Bengali Word খেলনা, খেলানা, খেলেনা English definition [খ্যাল্‌না, খ্যালানা, খ্যালেনা] (বিশেষ্য) খেলার জিনিস; পুতুল; ক্রীড়নক (একটি ভাল খেলনা দিই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; দু’হাতে ও আশেপাশে ছড়ানো খেলেনা-বিষ্ণু দে)। খেলনাপাতি (বিশেষ্য) খেলার সাজ-সরঞ্জাম; খেলার জিনিস-পত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খেলনক> (প্রাকৃত) খেলনঅ; (তুলনীয়) (হিন্দী) খেলৌনা}