• Bengali Word খেলকা, খিলকা, খিরকা English definition [খেল্‌কা, খিলকা, খির্‌কা] (বিশেষ্য) ফকির দরবেশদের দীর্ঘ অঙ্গাবরণ বিশেষ (গায়ে গেরুয়া বস্ত্রের খেলকা স্কন্ধ হইতে পা পর্যন্ত ঢাকা-মীর মশাররফ হোসেন; শারাব মাখা খিকাখানি-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। খেলকা নেওয়া (ক্রিয়া) ফকির দরবেশের পন্থা ও পোশাক গ্রহণ করা। {(আরবি) খিরকাহ}