• Bengali Word খেরুয়া, খারুয়া, খাড়ুয়া, খেড়ুয়া, খেরো English definition [খেরুয়া, খারুয়া, খাড়ুয়া, খেড়ুয়া, খেরো] (বিশেষ্য) ১ লালবর্ণের মোটা সুতার এক প্রকার কাপড়। সাধারণত তোশক তৈরি করা এবং বই-খাতা বাঁধার কাজে ব্যবহৃত হয় (এই পর্দাটা বড় পাতলা; এটা খুলে খেরুয়ার পর্দাটা বেন্দে দাও-মীর মশাররফ হোসেন; তিনখান খেরুয়া-মোড়া খাতা-দীনবন্ধু মিত্র)। ২ শিশুদের হাত ও পায়ের অলঙ্কার। {(হিন্দী) খারুআঁ, খারুরা}