• Bengali Word খেমটা, খ্যামটা English definition [খ্যাম্‌টা] (বিশেষ্য) ১ সংগীতের এক প্রকার তাল। ২ ঐ তালের নৃত্য। খেমটা ওয়ালি, খেমটাউলি (বিশেষ্য) নর্তকী; খেমটা গান সহযোগে নৃত্যকারিণী রমণী; খেমটা নর্তকী (খেমটাওয়ালীদের মত নেচে দিস্‌নে যে রাগের মাথায়-(কাজী নজরুল ইসলাম))। {(হিন্দী) খেমটা}
    • Bengali Word আড়খেমটা English definition [আড়্‌কেম্‌টা] (বিশেষ্য) সঙ্গীত ও নৃত্যের তালবিশেষ। {(তৎসম বা সংস্কৃত ) অর্ধ>আড়+খেমটা}