• Bengali Word খেপা ১, ক্ষেপা English definition [খ্যাপা] (ক্রিয়া) নিক্ষেপ করা; ক্ষেপণ করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষিপ্‌+ (বাংলা) আ}
    • Bengali Word খেপা ২, খ্যাপা, ক্ষেপা English definition [খ্যাপা] (ক্রিয়া) ১ পাগল হওয়া। ২ ক্ষিপ্ত হওয়া। ৩ ক্রুদ্ধ হওয়া। ৪ প্রমত্ত হওয়া। ৫ উত্তেজিত বা অবাধ্য হওয়া। ৬ উদ্দাম বা উদ্বেল হওয়া। □ (বিশেষণ) ১ পাগল; উন্মাদ। ২ বাতিকগ্রস্ত। ৩ ভাবোন্মত্ত; ভাবে ভোলা। □ (বিশেষ্য) ১ ক্ষিপ্ত ব্যক্তি; উন্মত্ত ব্যক্তি। ২ ভাবোন্মত্ত ব্যক্তি। ৩ স্নেহসূচক সন্বোধন বিশেষ; অবোধ; অবুঝ। খেপি, ক্ষেপি (স্ত্রীলিঙ্গ)। খেপানো, ক্ষেপানো (ক্রিয়া) ১ ক্ষিপ্ত করা; খেপিয়ে তোলা। ২ মাতিয়ে তোলা। ৩ জ্বালাতন করা; উত্ত্যক্ত করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উত্ত সকল অর্থে। খেপামি, খ্যাপামি, ক্ষ্যাপামি (বিশেষ্য) পাগলামি, পাগলাটে ভাব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষিপ্ত>খিপ্‌প>খেপা>খ্যাপা}
    • Bengali Word নেলা খেপা English definition ⇒ ন্যালা খেপা