• Bengali Word খেপ, ক্ষেপ English definition [খ্যাপ্‌] (বিশেষ্য) ১ দফা (তাদের প্রতিদ্বন্দ্বিতার প্রত্যেক ক্ষেপেই চালমাৎ অনিবার্য -সুধীন্দ্রনাথ দত্ত)। ২ নৌকা ও গাড়ির মাল নিয়ে যাত্রা (খেপ দেওয়া)। ৩ একবারে বহনযোগ্য মাল (ঐ মালে তিন খেপ হবে)। ৪ মাছ ধরার জন্য জাল নিক্ষেপণ। খেপ দেওয়া (ক্রিয়া) নৌকা বা গাড়িতে মাল আনা-নেওয়া করা। খেপের নৌকা (বিশেষ্য) মাল বহনকারী নৌকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেপ>}
    • Bengali Word খেপলা, খ্যাপলা, ক্ষেপলা English definition [খ্যাপ্‌লা] (বিশেষ্য), (বিশেষণ) মাছ ধরার জন্য যে জাল উপর দিয়ে দুই হাতে ঘুরিয়ে ছড়িয়ে ফেলতে হয়; গোলাকার ক্ষেপণযোগ্য জাল বিশেষ; ঝাঁকিজাল; ক্ষেপণের বিশেষ কায়দার দরুন এই নাম (দুই এক বড় মানুষ ক্ষ্যাপলা জাল ফেললেন-কালীপসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেপ>+ (বাংলা) লা}
    • Bengali Word খেপা ১, ক্ষেপা English definition [খ্যাপা] (ক্রিয়া) নিক্ষেপ করা; ক্ষেপণ করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষিপ্‌+ (বাংলা) আ}