• Bengali Word খেদমত, খিদমত English definition [খেদ্‌মত, খিদমত] (বিশেষ্য) ১ সেবাযত্ন; পরিচর্যা (স্বয়ং কর্ত্রী মন দিয়া মান্যের সহিত খেদমত করিবেন .... -মীর মশাররফ হোসেন; গণেশ মামা খিদমত করছেন ....-রাজশেখর বসু (পরশু))। ২ চাকরি (.....ধন্য রে কোটালি খেদমত-ভারতচন্দ্র রায় গুণাকর)। ৩ দাসত্ব। খেদমতগার (বিশেষ্য) সেবক; ভৃত্য; পরিচারক (তাহার খেদমতগার আমরা তামাম....-সৈয়দ আলাওল)। খেদমতগারী (বিশেষ্য) সেবকত্ব; দাসত্ব; গোলামি (...... ইউরোপীয় সভ্যতা খিদমতগারির পুরস্কার স্বরূপ হ্যাট-শমক .... শিরোপা লাভ করেছি-প্রথম চৌধুরী)।{(আরবি) খিদমত}
    • Bengali Word খেজমতগার, খেদমতগার English definition [খেজ্‌মত্‌গার্‌, খেদ্‌মতগার] (বিশেষ্য), (বিশেষণ) সেবক; পরিচর্যাকারী (তৎপরে ভৃত্যগণের বিরূপণ, খানসামা খেজমতগার ফরাস .... -ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। {(ফারসি) খিদমতগার}