• Bengali Word খেতাব, খিতাব English definition [খেতাব, খিতাব] (বিশেষ্য) সম্মানজনক উপাধি (সামান্য একটা পদক বা খেতাব দিয়ে নয়, দস্তুর মতো মোটা মাশুলে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। খেতাবধারী (বিশেষণ) খেতাব লাভ করেছে এমন। খেতাবি, খিতাবী ( বিশেষণ) সম্মানসূচক উপাধিধারী (যদিচ খেতাবী প্রতাপী তথাপি বেশকই পোশাকী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) খিতাব}