• Bengali Word খেত, ক্ষেত English definition [খেত্‌] (বিশেষ্য) মাঠ; চাষের জমি; শস্যোৎপাদনের মাঠ (চায় তারা ফসলের খেত, দীঘি ও খামার-বিষ্ণু দে)। খেত-খোলা, খেত-খামার (বিশেষ্য) আবাদি জমি; ছাষির কর্মক্ষেত্র (এক গেলাস চাউল-পানি খাইয়া খেত-খোলা দেখিতে বাহির হইয়া ওসমান সরকারের অনেক দিনের অভ্যাস-আবুল মনসুর আহমদ)। খেতালি, খেতি, ক্ষেতি (বিশেষ্য) ১ চাষ-আবাদ (...বিবিধ ক্ষেত ক্ষেতি শোভয়-দৌলত উজির বাহরাম খান)। ২ ক্ষেত কর্ষণের বা চাষ-আবাদের কাজ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেত্র> (প্রাকৃত) খেত্ত>খেত}
    • Bengali Word খেতাব, খিতাব English definition [খেতাব, খিতাব] (বিশেষ্য) সম্মানজনক উপাধি (সামান্য একটা পদক বা খেতাব দিয়ে নয়, দস্তুর মতো মোটা মাশুলে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। খেতাবধারী (বিশেষণ) খেতাব লাভ করেছে এমন। খেতাবি, খিতাবী ( বিশেষণ) সম্মানসূচক উপাধিধারী (যদিচ খেতাবী প্রতাপী তথাপি বেশকই পোশাকী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) খিতাব}
    • Bengali Word খেতি ১ English definition ⇒ খেত