• Bengali Word খেজুর, খাজুর English definition [খেজুর্‌, খাজুর] (বিশেষ্য) এক জাতীয় ফল; খেজুর গাছ। খেজুর গুড় (বিশেষ্য) খেজুর গাছের রস থেকে প্রস্তুত গুড়। খেজুর ছড়ি, খেজুর ছড়া (বিশেষ্য) ১ খেজুরের ছড়ি বা কাঁদি। ২ খেজুর পাতার নকশাযুক্ত পাড়ের শাড়ি কাপড়। ৩ এক জাতীয় ধান। খেজুর মাথি (বিশেষ্য) খেজুর গাছের মাথার কোমল শাঁস - যা খাদ্যরূপে ব্যবহৃত হয়। খেজুর রস (বিশেষ্য) খেজুর গাছের রস-যা জ্বাল দিয়ে গুড় প্রস্তুত করা হয়। খেজুরে, খাজুরে, খেজুরিয়া (বিশেষণ) ১ খেজুর সম্বন্ধীয়। ২ খেজুরের রস থেকে প্রস্তুত (খেজুরের গুড়)। ৩ খেজুরের ন্যায় মিষ্ট। খেজুরে বা খাজুরে আলাপ (বিশেষ্য) সময় অপচয়কারী বিরক্তিকর মিষ্ট আলাপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্জূর>খজ্জুর>খাজুর, খেজুর (স্বরসাম্যে)}