• Bengali Word খেউরি, খৌরি English definition [খেউরি, খোউরি] (বিশেষ্য) ক্ষৌরকার্য; নাপিতের দ্বারা চুল দাড়ি প্রভৃতি কাটানো বা কামানো (জুম্মা বার কিনা, সকলেই খেউরি হৈব-গোলাম মোস্তফা; চুলদাড়ি সে খেউরি করে এমন চমৎকার-সৈয়দ মুর্তাজা আলী; খেউর করিয়া অঙ্গ করিলা নির্মল-দৌলত উজির বাহরাম খান; ল্যান্ডলেডি যাতে ঘর গোছাবার সময় খেউরির জিনিষপত্র না দেখে ভাবে আমি নিতান্ত চ্যাংড়া-সৈয়দ মুজতবা আলী)। খেউরি বন্ধ করা (ক্রিয়া) সামাজিক শাস্তি হিসেবে ধোপা নাপিত বন্ধ করা; একঘরে করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষৌর> (প্রাকৃত) খউর>খেউর+ (বাংলা) ই}