• Bengali Word খেই, খাই, খে ২ English definition [খেই, খাই, খে] (বিশেষ্য) ১ সুতার মুখ বা প্রান্ত (ঝিউড়ির খেই আর বউড়ির পাঁজ গো-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ প্রসঙ্গ; ধারা; সূত্র (কোন জিনিসের খেই ধরলে তিনি জট না ছাড়িয়ে সন্তুষ্ট হতেন না-সৈয়দ মুজতবা আলী)। ৩ সন্ধান। ৪ সুতার তারের সংখ্যা; strand। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেপ>খেপ> (বাংলা) খেই}