• Bengali Word খেঁড়, খেড় English definition [খ্যাঁড়্‌, খ্যাড়্‌] (বিশেষ্য) ১ বিচালি (এক পাঁজা এলুয়ে খেড়-গোগা)। ২ শুষ্ক তৃণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়>}
    • Bengali Word খেঁড়ু English definition [খেঁড়ু] (বিশেষ্য) খেউড় গান; অধুনালুপ্ত অশ্লীল গানবিশেষ। □ (বিশেষণ) যারা খেউড় গান করে; খেউড় গায়ক (নদে শান্তিপুর হৈতে খেঁড়ু আনাইব নূতন নূতন ঠাটে খেড়ু শুনাইব-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেড়>}
    • Bengali Word খেঁড়ো English definition [খেঁড়ো] (বিশেষ্য) ১ কাঁকুড় জাতীয় ফলবিশেষ। ২ যে গাভী অনেকদিন বাচ্চা দিয়েছে অথচ এখনও বাচ্চা দুধ খায় (খেঁড়ো গাইয়ের দুধ ঘন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্কটী> (বাংলা) কাঁকুড়>খেঁড়ো}