• Bengali Word খেঁক, খ্যাঁক English definition [খ্যাঁক্‌] (অব্যয়) ১ কুকুর শৃগাল প্রভৃতির বিরক্তি বা ক্রোধ প্রকাশকারী ধ্বনি। ২ রূঢ়তাব্যঞ্জক বাক্য; কর্কশ শব্দময় বাক্য। খেঁক খেঁক (অব্যয়) কর্কশভাবে ক্রোধ বা বিরক্তি প্রকাশক শব্দ। খেঁকানো (ক্রিয়া) খেঁক খেঁক শব্দ বা ধ্বনি করা; খ্যাঁক খ্যাঁক শব্দ করে ক্রোধ বা বিরক্তি প্রকাশ করা। খেঁকানি, খেঁক খেঁকানি (বিশেষ্য) ১ শৃগাল-কুকুরের কলহ-শব্দ। ২ খেঁক খেঁক শব্দ বা ধ্বনি। {ধ্বন্যাত্মক}
    • Bengali Word খেঁকশিয়াল English definition [খ্যাঁকশিয়াল্‌/খেঁক্‌শিয়াল্‌] (বিশেষ্য) এক জাতীয় শৃগাল; fox। খেঁকশিয়ালি (স্ত্রীলিঙ্গ)। {(বাংলা) ধ্বন্যাত্মক শব্দ খেঁক+ (তৎসম বা সংস্কৃত শব্দ) শৃগাল> (বাংলা) শিয়াল}
    • Bengali Word খেঁকারি English definition ⇒ খাঁকার