• Bengali Word খুরা, খুরো, ক্ষুরা English definition [খুরা, খুরো, খুরা] (বিশেষ্য) ১ আসবাবপত্রের পায়া (খাটের খুরা)। ২ যে বেড় পরানো হয়। ৩ কলসি, বদনা প্রভৃতির নিচের ধাতুর তৈরি বেড়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খুর+ (বাংলা) আ}
    • Bengali Word খুরাক English definition ⇒ খোরাক
    • Bengali Word খুর, খুরা English definition [খুর্‌, খুরা] (বিশেষ্য) ⇒ ক্ষুর। খুর-তোলা (বিশেষ্য) উঁচু গোড়ালিবিশিষ্ট হিলওয়ালা; highheel (পায়ে খুর-তোলা জুতো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। খুরে দণ্ডবৎ, খুরে নমস্কার (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) নমস্যরূপে গ্রহণ করে পরাজয় স্বীকার করণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুর> (প্রাকৃত) খুর>}