• Bengali Word খুমার, খোমার, খুমারি English definition [খুমার, খোমার, খুমারি] (বিশেষ্য) ১ আবেশ; ঘোর; আচ্ছন্নতা (বেহুশে থাকিবে তার নিন্দের খোমারে ...... -সৈয়দ হামজা)। ২ নেশার পরবর্তী অবসাদ; খোঁয়ারি। ৩ ভর্ৎসনা (সেবি স্বামী অন্ধ সদা করে দ্বন্দ্ব ভোজনকালে খুমারি- ঘনরাম চক্রবর্তী)। {(আরবি) খুমার}