• Bengali Word খুঁয়া, খুঁঞা, খুঞা English definition [খুঁয়া, খুঁঞা, খুঁয়া] (বিশেষ্য) ১ রেশম। ২ শণ; পাট। ৩ রেশমি বা শণের সুতায় প্রস্তুত কাপড় (ছ’মাসের খুঞা খানি হৈল মোর গুঁড়া-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ৪ মোটা কাপড় বিশেষ; (শিরে দিতে নাহি আঁটে খুয়ার বসন-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। খুঁয়ে তাঁতি, খুঁঞে তাঁতি (বিশেষ্য) তিসি গাছের ছালের সুতা থেকে কাপড় তৈরি করে যারা; মোটা কাপড় বোনে যারা (খুঁয়ে তাঁতি হয়ে দেহ তসরেতে হাত - ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুমা>খুমা>খআঁ>খুঁয়া}