• Bengali Word খুঁত, খুঁৎ English definition [খুঁত্‌] (বিশেষ্য) ১ দোষ; ত্রুটি; অসম্পূর্ণতা। ২ কলঙ্ক। ৩ ক্ষতচিহ্ন। □ (বিশেষণ) ক্ষতচিহ্নযুক্ত; দোষযুক্ত (খুঁত ফল দেখি রাজা নখে নিবারিল-কাশী)। খুঁত কাড়া (ক্রিয়া) খুঁত বের করা; দোষ দেখানো। খুঁত খুঁত করা (ক্রিয়া) ১ অব্যক্ত শব্দে অসন্তোষ বা বিরক্তি প্রকাশ করা। ২ সাধারণ ত্রুটিতে অসন্তোষ প্রকাশ করা বা অসন্তোষ হওয়া। ৩ সম্পূর্ণ সন্তুষ্ট হতে না পারা। খুঁত খুঁতে (বিশেষণ) যে খুঁত ধরে বা অসন্তোষ প্রকাশ করে; সন্দেহ-প্রবণ; প্রায় কিছুই যার পছন্দ হয় না। খুঁত ধরা (ক্রিয়া) ১ দোষ ধরা। ২ ছল ধরা। খুঁতো (বিশেষণ) ত্রুটিপূর্ণ; দোষযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষত>}
    • Bengali Word খুঁতি, খুতি English definition [খুঁতি, খুতি] (বিশেষ্য) ছোট থলে বিশেষ (টাকার খুতি)। {আঞ্চলিক}
    • Bengali Word খুঁতো English definition ⇒ খুঁত