• Bengali Word খুঁট ১, খোঁট, খোট English definition [খুঁটি, খোঁট্‌, খোট্‌] (বিশেষ্য) ১ ধুতি বা শাড়ির প্রান্তভাগ বা কোণ (আঁচলের খুঁটি কি কতকগুলো যত্ন করিয়া বাঁধা.....-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ সুতার প্রান্ত ভাগ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোটি> খুট}
    • Bengali Word খুঁট ২ English definition [খুঁট্‌] (বিশেষ্য) খাজনা! {(অজ্ঞাতমূল)}
    • Bengali Word খুঁট ৩ English definition [খুঁট্‌] (বিশেষ্য) ১ ত্রুটি; দোষ; খুঁত। ২ অসম্পূর্ণ; খণ্ড। খুঁট আখুঁরে, খুঁট আখরিয়া (বিশেষণ) ১ যে কষ্টে নাম সই করতে পারে; ধরে ধরে লেখে বা পড়ে যে; অল্প শিক্ষিত। ২ যে খুঁটে খুঁটে মনোযোগ দেয়। ৩ তুচ্ছ বিষয় নিয়ে কলহ করে এমন। খুঁট আখুরি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড>খুট্ট>খুঁট}