• Bengali Word খিল ১ English definition [খিল্‌] (বিশেষ্য) ১ কপাটের অর্গল; হুড়কা; কীলক (খুলিব কঠিন খিল তোমাদের সব দাবী মানি-আজহারুল ইসলাম)। ২ মাংসপেশির আড়ষ্টতা বা টেনে ধরার ভাব (ডানা নেড়ে নেড়ে লাগে ঘাড়ে খিল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। খিল লাগা, খিল ধরা (ক্রিয়া) ১ অঙ্গ-প্রত্যঙ্গে টান বা খিঁচুনি ধরা। ২ দাঁতে দাঁতে লাগা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কীল, (প্রাকৃত) খীল>খিল}
    • Bengali Word খিল ২ English definition [খিল্‌] (বিশেষণ) ১ পতিত; অনাবাদি; চাষের অনুপযুক্ত; অনুর্বর (খিল ভুমি লিখে লাল-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ২ আচষা; অকর্ষিত (কাব্যে সরস খিলজমি ছিল মিলও কবির এখানে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ পরিশিষ্ট; অবশিষ্ট। খিল ভাঙা, খিল ভাঙ্গা (ক্রিয়া) পতিত জমি চাষ-আবাদ করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ+ √লা+অ}
    • Bengali Word খিলকা English definition ⇒ খেলকা