• Bengali Word খিরনি, খিরিনি English definition [খির্‌নি, খিরিনি] (বিশেষ্য) এক জাতীয় গাছ ও তার ফল (কবরে যাহার খিরনির ফুল শোভা পায় উটপাখীর মোতি- সত্যেন্দ্রনাথ দত্ত; বড়হর খিরিনি খাজুর আর তাল -সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষীর+ (বাংলা) নি=খিরনি; ক্ষীরতুল্য অর্থে}