• Bengali Word খিমাচি, খামচি English definition [খিম্‌চি, খাম্‌চি] (বিশেষ্য) সামান্য বা লঘু ধরনের খামচি; চিমটি; নখাঘাত। খিমচানো, খামচিটা (ক্রিয়া) খামচি দেওয়া; লঘু খামচি দেওয়া; খিমচি কাটা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থসমূহে। {(আরবি) খান্‌সা}
    • Bengali Word খিমা, খীমা English definition [খিমা] (বিশেষ্য) তাঁবু। (কেহ লুকাইল খিমাতুল -সৈয়দ হামজা)। {(আরবি) খীমাহ}