• Bengali Word খিদা, খিদে, খিধা, খিধে English definition [খিদা, খিদে, খিধা, খিধে] (বিশেষ্য) ১ ভোজনস্পৃহা; আহারের ইচ্ছা; ক্ষুধা। ২ বাসনা; লালসা (ওসব হচ্ছে যৌবনের দুষ্ট খিধে .... -প্রথম চৌধুরী)। খিদা মরে যাওয়া (ক্রিয়া) ক্ষুধামন্দা হওয়া; ক্ষুধা নষ্ট হওয়া। খিদার মাথায় (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত ক্ষুধার সময়ে (খিদের মাথায় সবই ভাল লাগে)। দুষ্টু খিদা (বিশেষ্য) সত্যিকার ক্ষুধা নয় এমন; পুষ্টির অভাবে রোগলক্ষণরূপ ক্ষুধা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুধা>}