• Bengali Word খিঁচ, খেঁচ English definition [খিঁচ, খেঁচ] (বিশেষ্য) ১ টান; আকর্ষণ। ২ কাঁকর। ৩ ত্রুটি; গোলযোগ। ৪ মনান্তর; কলহ; বিবাদ। ৫ তর্কাতর্কি। খিঁচা, খেঁচা (ক্রিয়া) আকর্ষণ করা; টানা। {(হিন্দী) খিঁচ্‌না, √খিচঁ}
    • Bengali Word খিঁচানো, খিচানো English definition [খিঁচানো, খিচানো] (বিশেষ্য) ভেংচানো; ভেংচি কাটা; মুখ বিকৃত করা (দাঁত খিঁচিয়ে বললে-অবনীন্দ্রনাথ ঠাকুর; মুখ খিঁচানো)। □ (ক্রিয়া) আক্ষেপ করা; বিকারবশত বিশেষভাবে হাত-পা ছোঁড়া (হাত-পা খিঁচানো)। খিঁচুনি, খিঁচনি, খিচুনি (বিশেষ্য) ১ ভেংচানি; বিকৃত অঙ্গভঙ্গি। ২ বিকারজনিত দৈহিক আক্ষেপ। {(হিন্দী) খিচ্‌+ (বাংলা) আন, উনি ইত্যাদি}
    • Bengali Word খেঁচা, খিঁচা English definition [খেঁচা, খিঁচা] (ক্রিয়া) ১ হঠাৎ টানা; আকস্মিকভাবে আকর্ষণ করা। ২ অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি হওয়া (হয়তো হাত-পা খিঁচবে-সুকুমার রায়)। □ (বিশেষ্য) উক্ত উভয় অর্থে। খেঁচুনি, খিঁচুনি (বিশেষ্য) অঙ্গের আক্ষেপ; রোগে হাত-পা প্রভৃতি খিল ধরা বা খেঁচা। {(হিন্দী) √খিঁচ}